পঞ্চগড়ে দু’টি আসনে ২০ জনের মনোনয়ন জমা
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১১:৪৬ অপরাহ্ন | সারাদেশ

মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়) :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সংসদীয় আসনের তালিকার শুরুতে পঞ্চগড় ১ও২ আসন। এই দুইটি আসনে আওয়ামীলীগ, জাসদ, জাতীয় পার্টিসহ মোট ২০ জন তাদের প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তাদের মধ্যে পঞ্চগড়-১ আসনে ১৫ জন ও পঞ্চগড়-২ আসনে ৫ জন। পঞ্চগড়-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনিত প্রার্থী ফারুক আহাম্মদ, জাতীয় পার্টি মনোনিত দুইজন প্রার্থী আবু সালেক ও আব্দুর রহিম, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি’র মশিউর রহমান বাবুল, জাকের পার্টির সুমন রানা ও আনিছুর রহমান, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি’র সিরাজুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি’র আব্দুল ওয়াদুদ (বাদশা), বাংলাদেশ জাতীয় পার্টি’র মিলটন রায়, মুক্তিজোটের আব্দুল মজিদ এবং স্বতন্ত্র হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, বর্তমান সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু তোয়বুর রহমান ও আকতারুল ইসলাম।
পঞ্চগড়-২ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী রেলমন্ত্রী এ্যাড. নূরুল ইসলাম সুজন, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি’র আহমাদ রেজা ফারুকী, জাকের পার্টির শাহ আলম, তৃণমূল বিএনপি’র আব্দুল আজিজ এবং জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন।